বঙ্গবন্ধু শেখ মজিব সাফারি পার্কে আরেকটি জেব্রা–শাবকের জন্ম
সোহেল রানা, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরেকটি জেব্রা–শাবকের জন্ম হয়েছে। গত শনিবার রাতে শাবকটির জন্ম হয়। গতকাল রোববার রাত ১১টার দিকে খবরটি সাংবাদিকদের জানানো হয়। এর আগে গত এপ্রিল মাসে একটি জেব্রা–শাবকের জন্ম হয়েছিল।
পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মা জেব্রাটি ঝোপের আড়াল থেকে শাবকসহ বের হয়েছে। শাবকটির শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে, এটি শনিবার ভোররাতের দিকে জন্ম নিয়ে থাকতে পারে। শাবকটির জন্মের পর তাদের ওপর নিবিড় দৃষ্টি রাখা হচ্ছে। পার্কে ১৩টি স্ত্রী ও ১৩টি পুরুষ জেব্রা আগে থেকেই আছে। শনিবার জন্ম নেওয়া জেব্রা–শাবকসহ তাদের পালটি এখন ২৭ সদস্যের।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আজ সোমবার দেশ টিভি বাংলা কে বলেন, শনিবার শাবকটির জন্ম হয়েছে। তবে শাবকটি স্ত্রী নাকি পুরুষ প্রজাতির, তা জানা যায়নি। কয়েক দিনের মধ্যেই জানা সম্ভব হবে। মা জেব্রা ও শাবকটি ভালো আছে।