মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
গাজীপুরের শ্রীপুরে আনন্দ টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক আদনান মামুনের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
বুধবার(২আগষ্ট)সকাল ৭টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডে হাসপাতাল রোডে তার নিজ বাসায় এ চুরির ঘটনা ঘটে। এসময় অজ্ঞাত চোরেরা একটি ইয়ামাহা এফ জেড ( ঢাকা মেট্রো-ল-৬২-২৭৪৩) মোটরসাইকেলের তালা কেটে নিয়ে যায়।
খবর পেয়ে সকালে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে।আদনান মামুন আনন্দ টেলিভিশনের শ্রীপুর উপজেলা প্রতিনিধি।
জানা যায়, আদনান মামুন প্রতিদিনের ন্যায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি তার বাসার বহুতল ভবনের নিচতলায় রাখেন। সকাল সাড়ে ৭টার দিকে আদনান মামুন গিয়ে দেখে মোটরসাইকেলটি এখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় তিন জন লোক তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, চোর চক্র মোটরসাইকেলের তালা কেটে চুরি করেছে। বিষয়টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে । বিষয়টি দ্রুত উদঘাটন করে যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা হবে।