মোঃ আব্দুল বাতেন বাচ্চু:
গাজীপুরের শ্রীপুরে নাছরিন নামের এক নারী
মিথ্যা সাজানো মামলায় এক বছরের কন্যা সন্তান নিয়ে দুই মাস জেলে থাকার পর নাছরিন জেল থেকে বেড়িয়ে বাড়ি ফিরে দেখে ঘরে স্বামীর সদ্য বিয়ে করা নতুনস্ত্রী। স্বামী ও নতুন স্ত্রীর নিজ ঘর থেকে সন্তানসহ নাছরিনকে পিটিয়ে বের করে দেয়। স্বামীর নতুন স্ত্রী তারাখেয়ে দুই শিশু সন্তান নিয়ে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন। খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছেন ওই নারী, উপায়ান্তর না পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন করেছেন। শ্রীপুর থানা চত্বরে লিখিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষে কামনা করে সন্তান নিয়ে নিজগৃহে ফিরে যাওযার আকুতি জানান। সংবাদ সম্মেলনে ওই নারী জানান স্বামী কবির ও তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি সুপরিকল্পিত ভাবে আমার দোকান ও বসতবাড়ী আত্মসাতের অসৎ উদ্দেশ্যে বিবাহের পর থেকেই নানান ভাবে পরস্পর যোগসাজসে আমার দোকান হইতে নানা অযুহাতে টাকা পয়সা নিয়ে আত্মসাত করে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়। গত ২০ জুলাই জেল থেকে বের হয়ে প্রায় ১৫দিন যাবৎ দুই শিশুসন্তান নিয়ে কখনো মানুষের বারান্দায়,কখনো খোলা আকাশের নীচে চরম নিরাপত্তাহীনতায় মানবেতর জীবনযাপন করে আসছে নাছরিন। ভুক্তভোগ নারী নাছরিন দুই শিশু সন্তানসহ নিজ গৃহে ফেরার দাবিতে স্হানীয় কাউন্সিলর ,প্রশাসনসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরে কোন উপায়ান্তর না পেয়ে সংবাদ সম্মেলন করে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহযোগিতা কামনা করেন। এ খবর পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, তরিকুল ইসলাম ব্যক্তিগতভাবে নাছরিনকে আর্থিক সহযোগিতা করেন এবং লিখিত আবেদন করলে আইনী সহায়তার আশ্বাস দেন।