মোঃ আব্দুল বাতেন বাচ্চু:
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ী মারা গেছেন। বহুতল ভবনের বাসার সঙ্গে ঘেঁষা বিদ্যুতের খুঁটির তার থেকে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন।
আজ শুক্রবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান শাওন (৩৫)। তিনি উপজেলার মাওনা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তাঁরা বরিশাল থেকে এসে কয়েক বছর যাবৎ মাওনা গ্রামে বসবাস করছেন। তিনি মাওনা চৌরাস্তা এলাকায় একটি মোবাইল সার্ভিসের দোকান পরিচালনা করতেন।
নিহতের ছোট ভাই শাহীন দেশ টিভি বাংলা কে বলেন, মোবাইল সার্ভিসের দোকানের জন্য একটি নতুন ফেস্টুন বানিয়ে সকালে বহুতল ভবনের তিন তলায় ওঠার সময় ভবন ঘেঁষা বিদ্যুতের সঞ্চলন লাইনের তারের সঙ্গে অ্যালুমিনিয়াম তৈরি ফেস্টুনটি বিদ্যুতায়িত হয়। এরপর আমরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য শামীম মৃধা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বহুতল ভবন ঘেঁষা বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎ স্পর্শে ওই ব্যবসায়ী মারা যান। স্বজনেরা হাসপাতালে নেওয়ার পূর্বেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জেনেছি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম দেশ টিভি বাংলা কে বলেন, মৃত্যুর বিষয়টি এখনো কেউ পুলিশকে অবহিত করেনি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।