মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্ৰামে ৩ জন মার্ডার মামলার প্রধান সাক্ষী মোঃ শাহজাহান (৩১) লাশ পাওয়া গেছে বাড়ির পাশের পুকুরে। রোববার সকাল ৭টার দিকে ওই লাশের খোঁজ পাওয়া যায়।
মোঃ শাহজাহান ওই গ্রামের মোঃ আমির উদ্দিনের ছেলে। তার বাড়ি লাগোয়া একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে বেলা ১১টার দিকে শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। লাশ পাওয়ার বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। মোঃ শাহজাহান ২০১৫ সালের একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের মামলার প্রধান সাক্ষী ছিলেন।
শাহজাহানের ছোট ভাই ও হত্যা মামলার বাদি মোঃ মুজিবুর রহমান বলেন, গত ২০১৫ সালের এপ্রিল মাসের এক মধ্যরাতে তাদের বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড় ভাই শাজাহান, মা হাসুনে , বোন আরিফা ও অপর আত্মীয় মিনারা বেগমকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আহতদের মধ্যে শাহজাহান ছাড়া বাকি সবার মৃত্যু হয়। পরে এ ঘটনায় মুজিবুর রহমান বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিররা বর্তমানে জামিনে আছেন। তিনি বলেন, দায়ের ৭টি কুপ লেগেছিল শাহজাহানের মাথা ও শরীরের বিভিন্ন অংশে। এতে চিকিৎসায় তার জীবন বাঁচলেও খুবই অসুস্থ ছিলেন। মুজিবুর রহমান বলেন, মার্ডার মামলার প্রধান সাক্ষী ছিলেন শাহজাহান। পুকুরে তাঁর লাশ পাওয়ার বিষয়টি সন্দেহজনক।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম দেশ টিভি বাংলা কে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহজাহান মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তাঁর লাশ ফুলে ফেঁপে উঠছিল এবং মাছের কামড়ও ছিল।