মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে নিজের ধান ক্ষেতের পাশের তারের বেড়ায় জড়ানো অবস্থায় পাওয়া গেছে জামাল উদ্দিন(৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালের দিকে ওই মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।
জামাল উদ্দিন ওই গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি গত সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। ধান ক্ষেতের পাশে বিনিময় লিমিটেড নামের একটি ব্যক্তিগত প্রকল্পের জিআই তারের বেড়ার পাশেই জামাল উদ্দিনের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।
জামাল উদ্দিনের বড় ভাই রজব আলী জানান, সোমবার সন্ধ্যায় জমিতে লাগানো ধান ক্ষেত দেখতে যান জামাল উদ্দিন। রাতে বাড়ি ফিরে না আসায় আত্মীয়দের বাড়ি খোঁজ খবর নেওয়া হয়। তাকে বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজনরা খোঁজ করেছেন। মঙ্গলবার এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে সকাল ৮ টায় জিআই তারের বেড়ার পাশে জামাল উদ্দিনের নিথর মরেদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। তিনি বলেন, একটি টানা বৈদ্যুতিক তার ওই জিআই তারের বেড়ার উপর পড়েছিল। এতে আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল বেড়াটি। হয়তো ধান ক্ষেতে গিয়ে জামাল উদ্দিন ওই বেড়ায় বিদ্যায়িত হয়ে মারা গেছেন।
বিনিময় নামের ওই প্রকল্পটিতে অল্প পরিসরে গরু পালন করা হচ্ছে। প্রকল্পের কর্তারা সেখানে থাকেন না। এ বিষয়ে প্রকল্পের ভেতরে থাকা কর্মীরা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) তাজমুল করিম দেশ টিভি বাংলা কে বলেন, বাউন্ডারীর বেড়ায় বিদ্যুতায়িত হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল করা হচ্ছে। সুরতহালের পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।