নিজস্ব প্রতিবেদক,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরের বাড়ি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে।
বুধবার (১৬ আগস্ট) বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) গভীর রাতে নিজ বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুক ও টিকটকে কটূক্তি করে ভিডিও পোস্ট করেছে ওই কিশোর। বিষয়টি ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দ থানায় লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা হয়েছে। বুধবার বিকালে আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।