শ্রীপুরে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোজাম্মেল সরকার
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৫নং কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২০আগষ্ট)কাওরাইদ গার্লস স্কুল মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম এর সভাপত্বিতে ও কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের সাংসদ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম প্রধান,শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাহতাব উদ্দিন,গাজীপুর জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক নাছির মন্ডল,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ ফরিদ,গাজীপুর জেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মন্ডল, শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃশারফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড্যাঃআজিজুর রহমান আজিজ,সহ শ্রীপুর উপজেলা ও কাওরাইদ ইউনিয়নের আওয়ামী লীগ,ছাগলীগ,যুবলীগ, শ্রমিক লীগ,কৃষকলীগ,মহিলা লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এই সময় কাওরাইদ ইউনিয়ন লীগের সভাপতি পদপ্রার্থী রাকিব হাসান মন্ডল এবং ওয়ার্ড ছাএলীগের সভাপতি পদপ্রার্থী বাইজিত বোস্তামীর নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়।