মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
গাজীপুরের শ্রীপুরে বিএনপির এক সভায় বক্তব্য দিয়ে চেয়ারে বসতেই স্থানীয় বিএনপি নেতা সুলাইমান আকন্দ (৬২) অসুস্থ হয়ে ঢলে পরেন। এ সময় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা গ্রামে ড. রফিকুল মোহাম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুলাইমান উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম দেশ টিভি বাংলা কে বলেন, ওই বাড়িতে উপজেলা বিএনপির পরিচিতি সভা চলছিল। উপজেলা বিএনপির ১১১জন নেতার মধ্যে সভায় প্রায় ৮০জন উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছিলেন। সুলাইমানকে বক্তব্যের সুযোগ দেওয়া হয়নি। তিনি সভাপতির অনিুমতি নিয়ে গঠনমূলক বক্তব্য দেন। বক্তব্য শেষে চেয়ারে বসেই ঢলে পরেন। নেতাকর্মীরা তাকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপির পরিচিতি ও দলের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা হচ্ছিল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ্জাহান ফকির। সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আক্তরুল আলম মাষ্টার। সভা চলাকালে সুলাইমানকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় তিনি সভাপতির অনুমতি ক্রমে বক্তব্য দেন। বক্তব্য শেষে নিজের চেয়ারে বসার পরই তিনি ঢলে পরেন।
নিহতের ভাতিজা বোরহান জানান, তার চাচা বুধবার সকাল ১০টায় বিএনপির সভায় যোগ দিতে বাড়ি থেকে বের হন। পরে তারা জানতে পেরেন চাচা সভায় বক্তব্য দিয়ে অসুস্থ হয়ে পরেন। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।