মোঃ আব্দুল বাতেন বাচ্চু:
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বনাঞ্চল ঘেঁষে গড়ে ওঠা অবৈধ করাতকলে অভিযান চালিয়ে তিন করাত কল উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
২৪ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।তিনি জানান,অভিযান পরিচালনাকালে শ্রীপুরের বরমী এলাকার মেসার্স আলামিন স মিল, মেসার্স জাহাঙ্গীর স মিল ও মেসার্স আশরাফুল স মিল উচ্ছেদ করা হয়।এসময় এসব করাতকলের চাকা,হাতল,মাউথ,স্কেল,মটর ডিজেল ইঞ্জিন,করাত,বেলচা ও গাছ কাটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি জব্দ করা হয়।এর আগে গত ২০ আগস্ট বিভিন্ন পত্রিকায় প্রকাশিত “শ্রীপুরে অবৈধভাবে চলছে সাতাশ করাতকল” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।এই সংবাদ প্রকাশের চার দিনের মাথায় এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও ফরেস্ট রেঞ্জার মোকলেছুর রহমান দেশ টিভি বাংলা কে জানান, অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে মামলা চলমান থাকবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।