ছেলের বিরুদ্ধে মানববন্ধন করেছে এক অসহায় পিতা।
খোরশেদ আলম জীবন।
ময়মনসিংহের ভালুকায় প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ, জমি দখল ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে নিজ ছেলের বিরুদ্ধে মানববন্ধন করেছে এক অসহায় পিতা।
বুধবার (৩০ শে আগষ্ট) সকালে উপজেলা পরিষদের সামনে গফরগাঁও সড়কে এলাকাবাসীর আয়োজন ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পিতা সুলতান মিয়া জানায়, তার ছেলে জাহাঙ্গীর আলম ভালুকা মৌজার ৫৮৮ নং দাগে চার শতাংশ জমির ২২ লক্ষ টাকা আত্মসাত করে রেখেছে। ছেলের কাছে টাকা চাইতে গেলে পিতাকে হুমকি দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধন করেছেন তারা। এসময় অসহায় পিতা এলাকাবাসীর সাথে ছেলের বিচারের দাবি করেন।
এস এম জাহাঙ্গীর প্রতারণার মাধ্যমে পিতার জমি বিক্রির ২২ লক্ষ টাকা আত্মসাৎ করায় এর আগে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন পিতা সুলতান মিয়া ।
জাহাঙ্গীরের ছোট ভাই হেলাল মিয়া জানান, জাহাঙ্গীর নিজেকে ইটিভি (একুশে টেলিভিশন) এর ভালুকা প্রতিনিধি পরিচয় দিয়ে নানান সময় তাদের হুমকি ধামকি ও মিথ্যা মামলার ভয়-ভিতি প্রদর্শন করতো।
মাবনবন্ধনে এস এম জাহাঙ্গীরের পিতা সুলতান মিয়া, চাচা-শামছুদ্দিন ও আশরাফুল আলম, ছোট ভাই হেলাল মিয়া, সুমন, বিল্লাল, বোন রিনি ও লিপিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।