ভালুকায় স্বামীর মৃত্যুর পর নির্যাতন ও হামলার স্বীকার স্ত্রী
ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় স্বামীর মৃত্যুর পর নানা ধরনের নির্যাতন ও হামলার স্বীকার হয়েছেন এক অসহায় স্ত্রী। এমনকি তাকে মারধর করে বাড়ী থেকে বের করে দেওয়ার অভিযোগও ওঠেছে স্বামীর বাড়ীর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগী নারী।
বৃহস্পতিবার বিকালে অভিযোগের ভিত্তিতে ওই নারীর বসতবাড়িতে গিয়ে দেখা যায় তার থাকার ঘরে তালা অটকানো। তবে স্বামীর বাড়ীর লোকজন বিষয়টি ধামাচাপা দিতে উল্টো ওই নারীকেই দোষারোপ করেছেন।
থানায় করা অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের মনির হোসেন বিদ্যুৎপৃষ্টে মারা যাওয়ার পর তার স্ত্রী শিমুল আক্তারের জমি দখলের উদ্দেশ্যে স্বামীর আত্মীয় দুলাল মিয়া, গনি মিয়া, আতিকুল ও মফিজুল উঠে পরে লাগেন। গত ২৮শে আগস্ট দুপুরে উল্ল্যেখিত ব্যাক্তিরা শিমুল আক্তারের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় দুলাল মিয়া মিমুল আক্তারের গলায় থাকা ২৬ হাজার টাকা মুল্যের একটি স্বর্ণের চেইন ছিনাইয়া করে এবং সমিতি থেকে উত্তোলন করা ১০ হাজার টাকা গনি মিয়া জোরপূর্বক নিয়ে যায়। পরে শিমুল আক্তারের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসতে থাকলে তারা দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শিমুল আক্তার বাদী হয়ে মৃত সুলতানের ছেলে দুলাল (৩৬), আব্দুর রশিদের ছেলে গণি মিয়া (৩৯), কাল্লে খার ছেলে আতিকুল (৪৫), আজিম উদ্দীনের ছেলে মফিজুল ইসলাম (৩২) কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার মামলা তদন্তকারী এসআই মোস্তাফিজুর জানায়, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া কথাও জানান তিনি।