গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের জিএমপি বাসন থানাধীন মোগরখাল এলাকা থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল পাশা (৩১) কে গ্রেফতার করেছে র্যাব-১।র্যাব জানায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসন থানাধীন মোগরখাল এলাকায় ইকো গার্মেন্টস এর সামনে হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামাল পাশা বগুড়া জেলার শেরপুর থানার আওলাকান্দী গ্রামের মোঃ মোবারক আলী ছেলে। গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী‘কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শেরপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ।