মোঃ আব্দুল বাতেন বাচ্চু:
গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাতিরবাজার-টেংরা আঞ্চলিক সড়কের শিশু পল্লী মোড়ে সড়ক দুর্ঘটনায় মোঃ তামিম (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।এসময় আহত হয়েছে তার দুই ভাই। বুধবার সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তামিম তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্ৰামের জসিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন তার সহোদর বড় ভাই মোঃ তানভীর (১৬) ও ছোট ভাই মোঃ হাবিব উল্লাহ (৪)। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের একটি খাবার বহনকারী কনটেইনার জব্দ করা হয়েছে। আটক হয়েছেন চালক মোঃ রহমত উল্লাহ।
নিহতের স্বজন ও পুলিশ সূত্র জানায়, বিকেলে বাবার সিএনজি চালিত অটোরিকশায় দুই ভাইকে নিয়ে ঘুরতে বের হয় তানভীর। তারা সাইটালিয়া শিশু পল্লী এলাকায় পৌঁছালে চার রাস্তার মোড়ে বরমী থেকে আসা নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারির খাবার বহনকারী ট্রাকের পেছনের চাকার সঙ্গে ধাক্কা লাগে। এতে সিএনজি চালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ভেতরে থাকা তিন ভাইয়ের মধ্যে পেছনে বসে থাকা তামিম মারাত্মক আঘাতে ঘটনাস্থলে মারা যায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার দেশ টিভি বাংলা কে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। ট্রাক চালক আটক আছেন। ট্রাকটি পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।