শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি:
শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি,
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব গাজীপুর মূধা বাড়ির পারিবারিক কবরস্থান থেকে কবর খুঁড়ে কঙ্কাল চুরির
ঘটনা ঘটেছে।
১৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত
রাতের কোন এক সময় কবর থেকে লাশের কংকাল চুরির ঘটনা ঘটেছে।
উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের মূধা বাড়ির পারিবারিক কবরস্থানে কয়েকটি কবর খুঁড়া দেখতে
পায় পরিবারের লোকজন
পরে আশেপাশের লোকজন
এসে কংকাল চুরির ঘটনা দেখার পর খুঁড়া কবরে
লাশের কংকাল নেই দেখতে
পান।এর পর আবার মাটি দিয়ে খোঁড়া কবর গুলো মাটি দিয়ে
বন্ধ করে দেয়া হয়।
কংকাল চুরির ঘটনায়
এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
কবরস্থান থেকে তিনটি কবর খোঁড়ে কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্হানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন অনেক দিন আগে কংকাল চুরির ঘটনা ঘটেছিল এখন আবার শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন মানুষের
মৃত্যুর পর লাশ দাফন করা হয়
তারপরও যদি কংকাল চুরির ঘটনা ঘটে এটা দুঃখ জনক।