মিম আক্তার:
বিশেষ প্রতিনিধি:
গাজীপুরে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার -৩
গাজীপুরের কাপাসিয়ায় ১০০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে র্যাব-১ এর মেজর মাসুদ হায়দার এবং গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে পরিচালিত যৌথ এ অভিযানে ১০০ কেজি গাঁজা আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা। এসময় ৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, রাজশাহী দামকুড়া থানার হরিপুর কলোনির আব্দুল হালিমের ছেলে হৃদয় আলী (২৩), একই জেলার চন্দ্রিমা থানার মেহের চন্দ্রিপাড়া এলাকার বাক্কার আলীর ছেলে ফারুক ওরফে বাপ্পি (২৫) এবং একই জেলার পবা থানার বড় আমগাছি এলাকার হাসান আলীর ছেলে সবুজ আলী (২০)।
র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মনবাড়িয়া থেকে রাজশাহীগামী একটি ট্রাক গাজীপুরে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকটি থেকে ১০০ কেজি গাঁজা ও ৩ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।