মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
গাজীপুর মহানগরীর সদর থানাধীন লক্ষীপুরা এলাকা থেকে অর্ধ কোটি টাকা মূল্যের ৫শ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। গ্রেফতার কূতআসামীরা হলো, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সুন্দরনগরের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ গোলাম আরিফ (৩৮) এবং গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন পশ্চিম লক্ষীপুরা এলাকার মৃত আজগর আলীর ছেলে মোঃ ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুক (৪৫)।
সোমবার সকালে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিপিএম (সেবা) এ সব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, রোববার র্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর মহানগরীর সদর থানাধীন গাজীপুর জেলা কারাগার এলাকায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে উক্ত এলাকার ডেইরী এন্ড ফুড প্রজেক্টের সামনে চান্দনা চৌরাস্তা টু জয়দেবপুরগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে রোববার বিকাল সোয়া ৩টার দিকে মোঃ গোলাম আরিফকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ শত গ্রাম হেরোইন, যাহার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা, ২টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ধৃত আসামীর দেয়া তথ্য মতে সোয়া ৪টার দিকে জিএমপি, গাজীপুর সদর থানাধীন পশ্চিম লক্ষীপুরা সাকিনস্থ জাবেদ আলী জবে কাউন্সিলরের বাসার সামনে অভিযান চালিয়ে মোঃ ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুককে ১শ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।