মোঃ আব্দুল বাতেন বাচ্চু:
মেয়ের শশুর বাড়ি থেকে বাসায় ফেরার পথে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন নুরজাহান বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারীর।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ি আমবাগ তেতুঁলতলা মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম নগরীর আমবাগ বাংলালিংক টাওয়ার এলাকার মৃত শেখ আকসুদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,নিহত ওই বৃদ্ধা আমবাগ পশ্চিমপাড়া এলাকায় মেয়ের শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় তেতুঁলতলার মোড় এলাকায় রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালি ভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হন।
এতে তার পুরো শরীরে থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনতারা দৌড়ে গিয়ে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সপর্দ করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কামরুজ্জামান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।