নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে ড্রয়িং গ্রুপের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মধ্যে রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এবিষয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর পূর্ব পাড়া গ্রামের রহিজ উদ্দিন ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে ৫ জন ও ৪৫ জনকে অজ্ঞাত নামা আসামি করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যে রাতে ভুক্তভোগী শফিকুলের বাড়ির পাশের জায়গা দখল করতে যায় ড্রয়িং গ্রুপে কর্মরত কয়েকজন কর্মচারী ও ৪০/৪৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী। এসময় তারা বাধা দিতে গেলে ড্রয়িং গ্রুপে কর্মরত কর্মচারী সহ ৪০/৪৫ জন লোক লাটিসোটা নিয়া শাফিকুল সহ তার পরিবারের উপর হামলা চালায়। এসময় ভুক্তভোগী পরিবারের ১৪ আহত হয় এর ৩ জন্য গুরুতর আহত।
আহতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর পূর্ব পাড়া এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী রাবেয়া (৬০), মীরজান (৬৫), শফিকুলের স্ত্রী শিরানা(৩৫), আজিজুলের মেয়ে লাকী (৩০), মোছা মিয়ার স্ত্রী রেনু বেগম (২৬),আসাদুল্লার স্ত্রী আমেনা (৩৫), শফিকুলের মেয়ে শাকিলা (১৮), মোর্শেদের স্ত্রী রূপা (২৮), হালিমের ছেলে মোর্শেদ (৩৮), তরিকুলের ছেলে নয়ন (২১), হালিমের ছেলে আজিজুল (৪০), রহিজ উদ্দিনের ছেলে মোছা মিয়া (৩৫), মৃত মদন আলীর ছেলে রহিজ উদ্দিন (৬৫), রহিজ উদ্দিনের ছেলে ইছা (৩৫)।
পরে আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং গুরুতর আহত আবুল কাশেমের স্ত্রী রাবেয়া, মীর জান, শফিকুলের স্ত্রী শিরিনা কে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
অভিযোগকারী শাফিকুল ইসলাম জানান, আমার বাড়ির পাশের জায়গা ড্রয়িং গ্রুপ জোরপূর্বক দখল করতে আসে। এসময় আমরা বাধা দিলে ড্রয়িং গ্রুপের কিছু কর্মচারী ও ৪০/৪৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী লাটি সুটা নিয়া আমার জায়গা জোরপূর্বক দখল করে বাউন্ডারি করে, এসময় বাউন্ডারির কাজে বাধা দেওয়ায় আমি সহ আমার পরিবারের লোকদের কে মারপিট করে। আমার জমির উপর টিনের বেড়া দিয়ে বাউন্ডারি নির্মাণ করে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এ এফ এম নাসিম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।