গাজীপুরে পুলিশের গুলিতে গার্মেন্টস শ্রমিক নিহতের অভিযো
মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
গাজীপুরে পুলিশের গুলিতে গার্মেন্টস শ্রমিক নিহতের অভিযোগ
গাজীপুর বাসন থানা এলাকায় রাসেল হাওলাদার (২৬) নামে ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের ইলেকট্রিশিয়ান পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আজ সোমবার বেলা ১২টার দিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় কলম্বিয়া পোশাক কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। তবে পুলিশ বিষয়টি স্বীকার করছে না। ঝালকাঠি সদর উপজেলার খাঘুটিয়া গ্রামের হান্নান হাওলাদারের ছেলে রাসেল।
তিনি বাসন থানার কলম্বিয়া মোগড়কাল এলাকায় থাকতেন।
নিহতের সহকর্মী মো. রঞ্জু বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতার দাবিতে আন্দোলন চলছিল। এ কারণে আমাদের গার্মেন্টস কর্তৃপক্ষ সকাল সোয়া ১১টার দিকে আমাদের ছুটি দেয়। পরে আমরা বাসার উদ্দেশে যাচ্ছিলাম।
পথে পুলিশ এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকলে রাসেলের বুকের ডান পাশে ও বাম হাতে গুলি লাগে।’
তিনি আরো বলেন, ‘আহত অবস্থায় তাকে প্রথমে টঙ্গীর স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে বেলা ৩টা ২৬ মিনিটে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
রাসেলের সহকর্মী ডিজাইন এক্সপ্রেসের অপারেটর সজল বলেন, ‘পুলিশ রাসেলকে গুলি করে মেরে ফেলেছে।
’
রাসেল হাওলাদারের একাধিক সহকর্মী জানায়, আমাদের ছুটি হয়ে গিয়েছিল। দোকানের সামনে থেকে পুলিশ রাসেলকে ধরে নিয়ে হাতে ও বুকে গুলি করে। তারপর তাকে তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়। তারপর তাকে মৃত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে যায় পুলিশ।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেলের হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তারিক হাসান কালের কণ্ঠকে বলেন, ‘রাসেল হাওলাদার নামে একজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। লাশ ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তার দেহে একাধিক চিহ্ন রয়েছে।’ তবে পুলিশের গুলিতে রাসেল নিহত হয়েছেন কি না সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘নিহত রাসেলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
নিহত রাসেলের ব্যাপারে কিছু বলেননি গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোশারাফ হোসেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এখন যান চলাচল স্বাভাবিক আছে। আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই।’