সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি, গাজীপুরে কঠোর অবস্থানে র্যাব-
আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে ৩ দিনের হরতাল, অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এমন পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক রাখতে বিএনপির ডাকা হরতালের ২য় দিনেও গাজীপুরের বিভিন্ন সড়কে কঠোর অবস্থানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব)।
আজ বুধবার ( ১লা নভেম্বর) সকাল সকাল ১০টার দিকে গাজীপুরের সালনা, পোড়াবাড়ি, রাজেন্দ্রপুর, মাওনা চৌরাস্তা, জৈনা বাজার এলাকার বিভিন্ন সড়কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব) উপস্থিতি দেখা গেছে।
গাজীপুরের বিভিন্ন এলাকায় সকাল থেকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। সকালের দিকে ব্যক্তিগত গাড়ি ও বাসের সংখ্যা ছিল কম।
গত শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে বিএনপি এই হরতাল ডেকেছে।