মো:আব্দুল বাতেন বাচ্চু :
গাজীপুরে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় চলন্ত সিএনজিতে পাথর নিক্ষেপ করে পথরোধ করে আগুন দিয়েছে দুর্বৃওরা।
রবিবার ৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সিএনজি চালক আব্দুস সালাম বলেন,তার গাড়িতে ৫ জন যাত্রি ছিলো। হঠাৎ তার গাড়িতে সামনে থেকে পাথর ছুড়ে মারে কয়েকজন। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে তার হাতে লেগে তার হাত ফেটে যায়। তিনি গাড়ি ব্রেক করতেই দুর্বৃত্তরা গাড়িতে আগুণ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।