নিজস্ব প্রতিবেদক:
মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ও গুলি এবং গাড়ী ভাংচুরে মামলায় ২নং গাজীপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান কে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন গাজীপুর দায়রা জজ আদালত। ৬ নভেম্বর দুপুরে আদালতে হাজিরা দিতে গেলে গাজীপুর মুখ্য জজ হাকিম (আদালত) এ আদেশ দেন।
গত ৩১ আগস্ট বৃহস্পতিবার জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমানের মা রেখা রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে। শ্রীপুর থানার ওসি (তদন্ত) সাখাওয়াৎ হোসেন এ তথ্য জানান।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ও গুলি করে যুবলীগ নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ নেতাদের নামে মামলা হয়। রেখা রহমান বাদী হয়ে মামলায় ১২ নং আসামী হিসেবে নাম রয়েছে ২নং গাজীপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান (ছিদ্দিক) এর ।
এবিষয়ে ২নং গাজীপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান (ছিদ্দিক) এর বড় ভাই আলমগীর হোসেন আলম মাষ্টার জানান, আমার ভাই হাই কোর্ট থেকে জামিন এনে আদালতকে সম্মান জানিয়ে গাজীপুর নিম্ন আদালতে জামিন আবেদন জানাতে গেলে বিচারক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রেখা রহমান বাদী হয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত ১২ নং আসামি আমার ভাই ২নং গাজীপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান (ছিদ্দিক)। কিন্তু আমার ভাই ওই ঘটনার সাথে জরিত ছিলনা,আমার ভাই ছিদ্দিকুর রহমান ছিদ্দিকে ফাসিয়ে দেওয়া হয়েছে।