মিম আক্তার:
বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে
জৈনাবাজার পার্কিং-এ থাকা তাকওয়া পরিবহনে আগুন দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা ।
হঠাৎ করে পার্কিং-এ থাকা বাসে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ।
আগুন নিভানোর আগেই বাসটি পুড়ে যায়।
ঘটনাটি ঘটেছে ১৫ নভেম্বর বুধবার দিবাগত রাত ১১:৪৫ মিনিটের সময় উপজেলার জৈনা বাজার সিঙ্গার শোরুমের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পার্কিংয়ে বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় এই অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।
বাসের মালিক ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের আশিকুর রহমান এর সাথে কথা বলে জানা যায়, দুইটি গাড়ির মধ্যে দূর্বত্তরা আগুন লাগিয়ে দেয়, এর মধ্যে একটি গাড়ি একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি একটি বাস পুরোপুরি পুড়ে গেছে, অপর একটি অক্ষত রয়েছে। এ ঘটনায় একটি বাসের চালক ও হেলপার কে সন্দেহ জনক জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম দেশ টিভি বাংলা কে বলেন বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।