মো: আব্দুল বাতেন বাচ্চু :
উঠান বৈঠকে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, আমি সিগারেট পর্যন্ত খাইনি। কারো মনে কষ্ট দেইনি। অসংখ্য চাকরি দিয়েছি, কারো কাছ থেকে এক টাকাও ঘুষ খাইনি। তারপরও যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন।
আজ সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড টঙ্গীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
রাসেল বলেন, আপনারা আমাকে চারবার এমপি নির্বাচিত করেছেন। আমি যখন এমপি হয়েছি তখন আমার বয়স ২৫-২৬। অল্প বয়সে ক্ষমতা পেয়ে আমি খারাপ হইনি।
আমি আমার বাবার নীতি আদর্শ নিয়ে কাজ করছি।
আগামী ৭ জানুয়ারি সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের ৫৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আলী আফজাল খান দুলুর সভাপতিত্বে উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি মতিউর রহমান বিকম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজাদা সেলিম লিটন প্রমুখ।