মো: আব্দুল বাতেন বাচ্চু :
গাজীপুরে পালিত হচ্ছে ঢিলেঢালা হরতাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিরোধী জোটের ডাকা হরতাল গাজীপুরে ঢিলঢালা ভাবে পালিত হচ্ছে।
আজ সোমবার সকালে সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গতকালের থেকে সড়ক মহাসড়কে গণপরিবহন বেশি চলাচল করছে। দূরপাল্লার যানবাহন নেই। স্থানীয় ও আন্ত:জেলা গণপরিবহন যথারীতি চলছে।
রাজপথে হরতালের সমর্থনে কোন মিটিং মিছিল ও পিকেটিং নেই। দুপুর ২ টা পর্যন্ত হরতাল বিরোধী কোন মিছিলও দেখা যায়নি। তবে সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে আওয়ামীলীগের নেতা-কর্মীদের চেয়ার নিয়ে বসে থাকতে দেখা গেছে।
জানা যায়, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-গাজীপুর-সিলেট ও টঙ্গী-কালিগঞ্জ সড়কে যানবাহনের সংখ্যা আগের থেকে বেশি।
দোকানপাট অফিস আদালত মিলকারখানা যথানিয়মে চলছে।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী যাত্রীরা জানান, যানবাহন আছে। তবে আগুন আতঙ্কে মানুষ তেমনভাবে বাইরে বের হচ্ছে না।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম দেশ টিভি বাংলা কে বলেন, নাশকতার মামলার ভয়ে বিএনপির কর্মীরা মাঠে নেই।