উপজেলা সহকারী কমিশণার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা, আপনাকে সম্মান জানানোর ভাষা ভালুকাবাসীর জানা নেই! জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাস থেকে ভালুকার জনগনকে সুরক্ষিত রাখতে দিন, রাত ছুটে চলেছেন প্রতিটি ইউনিয়ন থেকে পাড়া মহল্লাসহ পৌরসদরের প্রতিটি ওয়ার্ডে!
অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার জন্য মানুষের দ্বারে দ্বারে! করোনায় অসাধু ব্যবসায়িদের কাছ থেকে নিত্যপ্রয়োজনী পন্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে উপজেলার প্রতিটি বাজার মনিটরিংসহ ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে অভিযান অব্যাহত রেখেছেন যার সুফল লক-ডাউনেও জনগন ন্যায্য মূল্যে সকল পন্যসামগ্রী কিনতে পারছি। ভালুকার জনগন আপনার এই ঋন কোনদিন পরিশোধ করতে পারবে কিনা জানিনা! তবে অাপনার মতো সাহসী সৎ একজন এসিল্যান্ড কিভাবে সাধারন মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হয় তার জলন্ত উদাহরন অাপনি নিজেই।
আপনার মত সৎ কর্তব্যপরায়ণ এসিল্যান্ড যেন বাংলাদেশের প্রতিটি উপজেলায় হয় আল্লাহ কাছে প্রার্থনা করি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি সর্বদাই অাল্লাহ অাপনার মঙ্গল করুন। এই দুর্যোগময় সময়ে অাপনার পাশে ভালুকার মানুষকে সর্বদাই পাবেন বলে বিশ্বাস করি।