শ্রীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই
মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক?
শ্রীপুর, গাজীপুর, প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এসিআই অ্যাক্রোবেট প্রাইভেট লিমিটেডের ম্যানেজার জাকির হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ লাখ ২২ হাজার ৯৭০ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
রোববার ৩১ শে অক্টোবর বিকেল পৌনে দুইটার দিকে উপজেলার নগরহাওলা জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এসিআই এগ্রো এর সমন্বয়ক হোসাইন মোবারক জানান দুপুর পৌনে দুইটার দিকে জৈনাবাজার এলাকার অফিস থেকে ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন পরে তার গতিরোধ করে সাদা মাইক্রোবাসে থেকে অস্ত্রধারী তিনজন তাকে জিম্মি করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় পরে টাকা রেখে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে ভরাডোবা এলাকায় জাকির হোসেনকে মারধোর করে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা ।
প্রত্যক্ষদর্শী জালাল উদ্দিন বলেন দুপুর দেড়টার দিকে জাকির হোসেনকে হাতে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে একটি সাদা রঙের হায়েস গাড়ি থেকে কয়েকজন ডিবির পোশাক পরিহিত লোক তার গতিরোধ করে এবং তাকে মাদক ব্যবসায়ী বলে টেনে হেঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত ইমতিয়াজ মাহফুজ, অপারেশন গোলাম সারওয়ার সহ গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পুলিশের একটি টিম মাঠে কাজ করছে বলে জানান ওসি খোন্দকার ইমাম হোসেন।